স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোষা পাখি ধরতে গিয়ে রবিনহুড রেস্কিউ টিমের কর্মী মোঃ তাশফিয়ান আতিফ (২২)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে(ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২১ডিসেম্বর) রাত সোয়া বারোটার দিকে মারা গেছেন।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।এই ঘটনায় আরো রেস্কিউ টিমের দুই সদস্য দগ্ধ হয়েছেন। আতিফের বাসা পুরান ঢাকার লালবাগের চান্দিঘাট এলাকার নাজমুল ইসলামের সন্তান।তিনি আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীতে লেখা পড়ার পাশাপাশি সৌখিনতায় এই পেশাকে বেছে নিয়েছিলেন জানিয়েছে তার স্বজনরা। রবিনহুড খ্যাত রেস্কিউ’ টিমের লিডার রবিন জানান,আমরা সংবাদ পেয়ে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিদ্যুতের তারে বসে থাকা একটি পোষা পাখি ধরতে গিয়ে এই ঘটনা ঘটে।পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসলে পরে রাত সোয়া দশটার দিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে) রেফার্ড করা হয় আতিফকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া বারোটার দিকে তার মৃত্যু হয়। এই দগ্ধের ঘটনায় মোঃ শফিকুল ইসলাম শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন রয়েছে ও রূপক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় । ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান দক্ষিণ কেরানীগঞ্জ থেকে চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা বানিয়ে এসেছিল তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আনা হয়েছিল সেখানেই তার মৃত্যু হয়েছে। চিকিৎসক জানিয়েছে তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ ছিল।মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post