স্টাফ রিপোর্টার: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হতাহতের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল( বিসিআরসি) সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে। আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মশিউর রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক কাজী শফিউল ইসলাম আলামিন, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তুর্না,মানবাধিকার বিষয়ক সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মেহেরুন আশরাফ , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুনা লায়লা ও রানী শেখ এলিজা প্রমুখ। সভায় আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয় এবং নিহত সাংবাদিক রফিক ভূইয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এরকম নেক্কারজনক ঘটনা আমরা আর দেখতে চাই না। সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, তারা জাতির বিবেক। তারা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যম কর্মীর উপর যারা নগ্ন হামলা চালায় তাদের চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার উদত্ত আহবান জানান সাংবাদিকরা।
Discussion about this post