কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন কৃষিশ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত নয় জন। সোমবার(১২ সেপ্টেম্বর) ভোররাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সহাসড়কে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় ট্রাক-নসিমন ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিন কৃষিশ্রমিক। অপরদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মারা যান এনদাল নামের একজন। এদিন ভোররাত পৌনে চারটা থেকে সাড়ে চারটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের কৃষিশ্রমিক সহদর দুই ভাই ইনতা সরদার (৪০), গাফফার (৩৫) এবং একই এলাকার ছানোয়ার প্রামাণিক (৩৫)। অপর দুর্ঘটনায় মারা যান নওগাঁর সাপাহার এলাকার তাতৈল গ্রামের এনদাল (৪২)। এছাড়া, আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোররাত পৌনে চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর এলাকায় সবজি বোঝাই একটি ভ্যানের সঙ্গে নছিমনের সরাসরি ধাক্কা লাগে। সেটা দেখে অন্য আরেক ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে উল্টে পড়ে। ঘটনার সময় এলাকায় মুসলধারে বৃষ্টি হচ্ছিল। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যান ও নছিমনে থাকা তিন কৃষকশ্রমিক নিহত হন। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছান। ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছে দেওয়া হয়। অপরদিকে, ভোররাত সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এনদাল নামের একজন নিহত হন।
Discussion about this post