আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইউক্রেন যুদ্ধের অবসান চান। মস্কোতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা ও অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের সাম্প্রতিক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) যুদ্ধ শেষ করতে চান। তাদের (উইটকফ ও কুশনারের) ধারণাও খুব জোরালো ছিল—তিনি একটা সমঝোতায় যেতে আগ্রহী।’মঙ্গলবার মস্কোতে ওয়াশিংটনের সংশোধিত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার অংশ হিসেবে পুতিনের সঙ্গে বৈঠক করেন উইটকফ ও কুশনার। ট্রাম্প জানান, তিনি সেদিন রাতেই দু’জনের সঙ্গে কথা বলেছেন।ট্রাম্প বলেন, ‘আমি বলতে পারি, তাদের পুতিনের সঙ্গে বৈঠকটা মোটামুটি ভালোই হয়েছে। আসলে কী বের হবে—তা এখনো জানা নেই।’তিনি পুনর্ব্যক্ত করেন যে, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না।ট্রাম্প আরও বলেন, ‘পুতিনের জ্যারেড কুশনার আর স্টিভ উইটকফের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। কিন্তু কী ফল আসবে, তা বলা যাচ্ছে না, কারণ বিষয়টি দুই পক্ষের সম্মতিতে এগোতে হবে।’এদিকে রুশ রাষ্ট্রপতির সহকারী ইউরি উশাকভ বুধবার জানান, ইউক্রেন ইস্যুতে সমাধান খুঁজতে রাশিয়ার মতামত বিবেচনায় নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।তিনি বলেন, ‘পরিস্থিতি ইতিবাচক। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের প্রচেষ্টা নিতে প্রস্তুত, যা শেষ পর্যন্ত আমাদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।’
























































Discussion about this post