আন্তর্জাতিক ডেস্ক: কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন মধ্যে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে বলে হানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরআইএ। বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুতিন কিমকে বলেন, ‘প্রিয় চেয়ারম্যান, আপনাকে রাশিয়ায় দেখে এবং আতিথেয়তা করতে পেরে আমি খুবই আনন্দিত। এইবার, আমরা সম্মত হয়েছি, ভসতোচনি কসমোড্রোমে। ‘আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আমাদের রাশিয়া সফরে এত মনোযোগ দিচ্ছেন,’ কিম পুতিনকে বলেন। ‘আমি নিশ্চিত আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসাথে থাকব,’ তিনি যোগ করেন। বৈঠকে কিম পুতিনকে বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাশিয়া তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য একটি পবিত্র লড়াইয়ে নেমেছে। উত্তর কোরিয়া পুতিনের সব সিদ্ধান্তকে সমর্থন করে। এর আগে নেতারা যখন মহাকাশ কেন্দ্রের চারপাশে হাঁটছিলেন, পুতিন নিশ্চিত করেছেন যে তারা ‘সব সমস্যা’ নিয়ে আলোচনা করবেন। তিনি নিশ্চিত করেছেন যে তারা স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন এবং সে কারণেই তারা এই মহাকাশ বেসে রয়েছেন।
Discussion about this post