স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া বাদুরা এলাকায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৫)নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার(০৩ জানুয়ারি) বিকালের দিকে এই ঘটনাটি ঘটে।বৃহস্পতিবার(৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই আলমগীর হোসেন জানান, গতকাল বিকেলের দিকে মঠবাড়িয়া বাদুরা এলাকায় পিরোজপুর ৩,আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফ আলী সমর্থনে নির্বাচনী প্রচারণায় করার সময় ঈগল মার্কার বশির ফরাজীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায়।পরে আমার ভাই গুরুতর আহত হলে দ্রুত তাকে প্রথমে উদ্ধার করে পিরোজপুরের স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা বাদুরা গ্রামের মোঃ তোতাম্বার আলী সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
Discussion about this post