পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মামুন হাওলাদার নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিটেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঝোলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পিরোজপুরের পুলিশ সুপার মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত মামুন হাওলাদার কাউখালী উপজেলার ৫ শিয়ালকাঠি ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। জানা গেছে, সোমবার সকালে নিজ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মামুন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে। পরে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় তারা। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post