গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় ফাজিলপুর মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতরা হলেন- গোলাপগঞ্জের লুৎফুর রহমান (৫৫) ও তার স্ত্রী। এছাড়া নিহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত লুৎফুর রহমান উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ডে সাবেক মেম্বার বলে জানা গেছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
Discussion about this post