স্টাফ রিপোর্টার(সিলেট): সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুমরার গালিমপুর রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী। এ ঘটনায় নিহত দুজনের মধ্যে অটোরিকশা চালকের নাম তাহের মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের চান মিয়ার ছেলে। অপর নিহত যাত্রী আব্দুল লতিফ (৪২)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট গ্রামের ফিরোজ আলীর ছেলে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক এবং যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই লতিফ মারা যান।
Discussion about this post