স্পোর্টস রিপোর্ট: চলছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। দলের সঙ্গেই আছেন আফগান দলের গুরুত্বপূর্ণ সদস্য রশিদ খান। কিন্তু টাইগারদের বিপক্ষে সিরিজ রেখেই তিনি নাকি পিএসএলের ফাইনাল খেলতে যাচ্ছেন- এমন খবর দ্রুতই ভাইরাল হয়। পরে জানা যায় এমন গুঞ্জন পুরোটাই মিথ্যা। যাচ্ছেন না রশিদ। বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে মাতিয়ে বেড়ান আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বিগ ব্যাশ শেষ করার পর যোগ দিয়েছিলেন পাকিস্তান সুপার লিগে। পাকিস্তানের ঘরোয়া এই ক্রিকেট লিগের মাঝপথেই আফগানিস্তান দলের সঙ্গে যোগা দেওয়ার জন্য বাংলাদেশের চলে আসেন তিনি। আর ইতিমধ্যেই আফগানিস্তানের জার্সিগায়ে দুটি ওয়ানডে ম্যাচও খেলে ফেলেছেন রশিদ। এদিকে পিএসএলে দুই ফাইলিস্টকে পাওয়া গেছে। প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে মুলতান সুলতান। এরপর গত শুক্রবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে লাহোর কালান্দার্স। এই লাহোরের হয়েই খেলতেন রশিদ। তার দল ফাইনালে উঠার ফলে অনেকে ভাবছিলেন রশিদ বুঝি বাংলাদেশ থেকে পিএসএলে যোগ দেবেন। এই খবর দ্রুতই সামাজিক যোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এটা যে নিতান্তই গুঞ্জন, সেটা বুঝা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার রশিদ খানের নিজের টুইট বার্তার মাধ্যমেই। এত রশিদ খেলেন, ‘লাহোর কালান্দার্স দলের সদস্য হতে পারলে, তাদের সঙ্গে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টির ফাইনালে খেলতে পারলে বেশ ভালো হতো। তবে সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন। কারণ, আমার সামনে এখন জাতীয় দলের দায়িত্ব আছে। এটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আমার কাছে।’ রশিদ নিজে পিএসএলের ফাইনাল খেলতে না পারলেও দলের জন্য শুভেচ্ছা জানাতে ভুল করেননি। দলকে শুভেচ্ছা জানিয়ে এই আফগান স্পিনার বলেন, ‘আমি আমার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, সামিন রানা (লাহোর কালান্দার্সের প্রধান কার্যনির্বাহী), ও দলকে শুভকামনা জানাচ্ছি। ইন শা আল্লাহ!’
Discussion about this post