ঝালকাঠি প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০ জনের একজন হাফেজ হাবিবুর রহমান (২২) তাঁর বাড়ি ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি কালি আন্দার গ্রামে। তাঁর বাবা একজন মাওলানা। কালি আন্দারের একটি মসজিদের ইমাম। হাবিব বরিশালের নথুল্লাবাদের হোসাইনিয়া মাদরাসা থেকে হাফেজি পাস করেন। সেখানে লেখাপড়ার সঙ্গে পাশের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। ২০২১ সালের ২৫ মার্চ মাদরাসাটি থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবার সুত্র জানায়। তবে ওই পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তারদের ২০ জনের মধ্যে সাতজনের বাড়ি বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলায় বলে নিশ্চিত করেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমানের বাবা সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকে আমার সঙ্গে বরিশালে থেকে লেখাপড়া করেছে। সে নথুল্লাাবাদের মাদরাসাটি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। পরে তাকে হাসপাতাল, জেলখানাসহ বিভিন্ন স্থানে খুঁজেও পাইনি। তাই তার আশা ছেড়ে দিয়েছি। এ ঘটনায় থানায় জিডি না করলেও পুলিশ ও র্যাব সদস্যরা বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। সে আটক হয়েছে কি না, আমার জানা নেই। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউপি সদস্য (মেম্বর) মো. জলিল খান সাংবাদিকদের বলেন, ‘হাবিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনের আগে বরিশালে মাদরাসা থেকে নিখোঁজ হয়েছে শুনেছি। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সাংবাদিকদের বলেন, র্যাব থেকে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আমাদের ধারণা, কালি আন্দার গ্রামের হাবিবুর রহমানই আটক হয়েছে। সে দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন।
Discussion about this post