ঢাকা: রাজধানীর ডেমরা এলাকার একটি বাসা থেকে জান্নাতী আক্তার মুন্নি (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে ডেমরা সুকুরশি ঢালিবাড়ি এলাকার বাসার নিচ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। বরগুনার আমতলি উপজেলার আবুল বাসার আকন্দের মেয়ে জান্নাতি। বর্তমানে ডেমরা সুকুরশি এলাকায় স্বামী নাজমুল হাওলাদারের সাথে থাকতেন। হাসপাতালে জান্নাতীর শ্বশুর কামাল হোসেন জানান, গত ৫ মাস আগে প্রেমের সম্পর্ক করে তার ছেলে নাজমুল জান্নাতীকে বিয়ে করেন। নাজমুল একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। সোমবার সকালে নাজমুল বাসায় কম্পিউটারে কাজ করছিলেন। এসময় জান্নাতী এসে হঠাৎ করে কম্পিউটার বন্ধ করে দেয়। এবিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর নাজমুল কাজে বের হয়ে যায়। শ্বশুরও বাইরে চলে যান। কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে দেখেন, জান্নাতী ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে নিজরাই ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে এরপর পুলিশ খবর দেন তারা। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলোহের জেরে জান্নাতী নামে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
Discussion about this post