স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসায় এলাইসা হিলারিয়া(২৫)নামে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা। মঙ্গলবার(১৯ ডিসেম্বর) রাতে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষনা করেন। নিহতের চাচা এদ্রিয়েন গোমেজ জানান, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।পরে আমরা দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কি কারনে আমার ভাতিজি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই বিষয়ে আমরা কিছু বলতে পারব না তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা পাদ্রি মিরপুর গ্রামে কিংসলি গোমেজের কন্যা সন্তান।বর্তমানে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী ৭ নম্বর রোডের ৬০১ নম্বর বাসায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।
Discussion about this post