পাবনা প্রতিনিধি: পাবনা শহরের খেয়াঘাট সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির সাত নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার বিকালে পাবনা শহরের আলিয়া মাদ্রাসা সড়কের খেয়াঘাট এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আসামিরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন, পাবনা জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক তরুণ। এ বিষয়ে হিমেল রানা বলেন, এ ধরণের কোন ঘটনা ঘটেনি। ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ বানচাল করতে এ মামলা দেয়া হয়েছে। তবে এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার। তিনি মুঠোফোনে আরো জানান, বিষয়টি আপনার কাছেই প্রথম শুনলাম। শহরে ককটেল বিস্ফোরণ ঘটনা জানা নেই। মামলা হয়েছে কিনা তা আমরা জানি না। পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহম্মেদ মুঠোফোনে জানান, ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহীর বিভাগীয় সমাবেশে পাবনার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন অংশগ্রহণ না করতে পারে এজন্য পুলিশ নেতাকর্মীদের অজ্ঞাত আসামি করে মামলা সাজিয়েছে। এ বিষয়ে পাবনা সদর সার্কেল রোকনুজ্জামান মুঠোফোনে জানান, বিএনপির সাতজনের নাম এজাহারে উল্লেখসহ ১৫০ জন নেতাকর্মীকে অজ্ঞাত করে সোমবার মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামি ধরতে পারেনি পুলিশ।
Discussion about this post