স্টাফ রিপোর্টার: রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ গ্রীনরোড এলাকায় একটি বাসার সাত তলা থেকে শাড়ি বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে হামিদা রহমান(৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার(১২ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে শনিবার সকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কলাবাগান থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোছাঃ নার্গিস আক্তার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,আমরা তার ছেলের কাছে জানতে পেরেছি নিহতের স্বামী দুই বছর আগে মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, গতরাতে তার নিজের রুম থেকে গ্রিলে সঙ্গে শারী বেয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। নিহতে ছেলে মশিউর রহমান জানান, আমার বাবা মজিবুর রহমান দুই বছর আগে মারা যায়। এরপর থেকে আমার মা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। গত রাতে আমরা সাড়ে ১১ টার সময় সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে যাই। পরে রাতে এসে সি-গার্ড এসে আমাদের খবর দেয় উপর থেকে কে যেন নিচে পড়ে গিয়েছে। আমাদের সন্দেহ হলে আমরা সবাই আমার মার রুমে যাই মার দরজা খোলার চেষ্টা করি কিন্তু দরজা খোলা না গেলে। পরে দরজা ভেঙে দেখি রেলিং এর সাথে কাপড় বাধা মা রুমে নেই। পরে নিচে গিয়ে দেখি আমার মা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। এই বিষয়ে কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর জেলার রাজপ্রাসা গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী।বর্তমানে,পান্থপথ গ্রীন রোডের ১৫২/২ বাড়ির জি-২/২ বাসায় থাকি।
Discussion about this post