স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এই হাই-ভোল্টেজ ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে।প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তান তাদের আগের ম্যাচের একাদশই ধরে রাখার পরিকল্পনা করছে। ওই ম্যাচে তারা ওমানকে ৯৩ রানে হারিয়েছিল। তবে পেসার হারিস রউফের খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তার একাদশে থাকার সম্ভাবনা কম।টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে ৪.৩ ওভারেই জয় তুলে নেয়। অন্যদিকে, পাকিস্তান ১৬০ রান করে ওমানকে ৬৭ রানে অলআউট করে ৯৩ রানের বড় ব্যবধানে জয় লাভ করে।টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দল এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত ১০ বার এবং পাকিস্তান ৩ বার জিতেছে। পাকিস্তানের সর্বশেষ জয় ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আলী আঘা, হাসান নেওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
Discussion about this post