আন্তর্জাতিক ডেস্ক: দু’দেশের মধ্যে সম্পর্ক চাঙ্গা করতে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন গত শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ সম্মেলনে, ইকবাল হুসাইন দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা তুরে ধরে বলেন, এই উদ্যোগ ভ্রমণ ও যোগাযোগকে সহজ করবে এবং পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে। ইকবাল হুসাইন বলেন, দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উন্নতি লাভ করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এমনটা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে সীমিত পরিসরে বাণিজ্য চলছে। দেশটির খাইবার পাখতুনখোয়ায় স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথাও উল্লেখ করেন হাইকমিশনার ইকবাল হুসেইন। হাইকমিশনার সেখানে আগামী সংসদ নির্বাচন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার বিষয়েও কথা বলেন।
Discussion about this post