বিশেষ প্রতিবেদন:রাজবাড়ীর পাংশায় বিদেশি পিস্তল ও গুলিসহ চার মামলার আসামী সাইদুল শেখ (৩৯) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। গ্রেপ্তার সাইদুল শেখ উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা (পশ্চিমপাড়া) এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মারামারিসহ মোট ৪টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২০ জুলাই) দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘারচর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সময় তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। অন্য সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড লাল রংয়ের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আসামী সাইদুল শেখ এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি মারামারির একাধিক মামলা রয়েছে। গত রাতে সে তার সঙ্গীদের নিয়ে ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পায়তারা চালাচ্ছিল। আমার বিষয়টি জানতে পেরে তাকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করি।আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Discussion about this post