বিনোদন ডেস্ক: বেশ অনেক বছর ধরেই সম্পর্কে ছিলেন শার্লি। প্রেম নিয়ে কোনও দিনই লুকোছাপা করেননি। এ বার পাঁচ বছরের সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী। আর সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন না বলে স্থির করলেন অভিনেত্রী শার্লি মোদক। কিছু দিন আগে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে হংসিনী চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। কলকাতায় আসার পর থেকেই তাঁকে আগলে রেখেছিলেন তাঁর প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। শার্লি অবশ্য তাঁকে নীল বলেই ডাকেন। নিজেদের প্রেম নিয়ে কোনও দিনই লুকোছাপা ছিল না তাঁদের। কখনও দোলে একসঙ্গে রং খেলার ছবি। কখনও আবার একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি। কিন্তু আচমকাই সম্পর্কে চিড়। কী হল? কেন এমন সিদ্ধান্ত নিলেন নায়িকা? ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়াল চলাকালীনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন শার্লি। তিনি বলেন, “হ্যাঁ, প্রায় পাঁচ বছর পর আমি সিঙ্গল। এই সময়টা বেশ উপভোগ করছি। এক হাতে তো আর তালি বাজে না। আমি এখন বেশ খুশি। মনে হচ্ছে, একধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছি। নিজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব উপভোগ করছি।”
Discussion about this post