ঢাকা:বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।এসময় পাঁচ দফা দাবি তুলে ধরে তারা অবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তি এবং স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, স্বীকৃতি ও এমপিও না হওয়ার কারণে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন, যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় নেতিবাচক প্রভাব ফেলছে।শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে হবে, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে, বিশেষ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ৩ হাজার টাকা শিক্ষা ভাতা দিতে হবে, শিক্ষার্থীদের মিড-ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম এবং থেরাপি সেন্টার চালু করতে হবে ও শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল কারিকুলাম চালু করে কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।এ অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
Discussion about this post