ঢাকা:আসছে পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম কী হবে সেটি নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠকে বসেছেন বিভিন্ন আয়োজকসহ অংশীজনরা।সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কী হবে না সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।এর আগে গতকাল সচিবালয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, এবার শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয় চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। থাকবে নতুন চমক।উপদেষ্টা আরও জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কী হবে না সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সভায় সিদ্ধান্ত হতে পারে।
Discussion about this post