ঢাকা : বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মকবুল হোসেনের মরদেহ দেখতে ও স্বজনদের সমবেদনা জানাতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি নিহতের স্বজনদের সঙ্গে শোক প্রকাশ করে তাদেরকে শান্তনা দেওয়ার চেষ্টা করেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে যান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী। নিহতের স্ত্রী হালিমা খাতুন জানান, মির্জা ফখরুল ইসলাম তাদেরকে বলেছেন, তিনি আমাদের পরিবারের পাশে আছেন। এছাড়া মরদেহ দাফনের জন্য আর্থিক সাহায্যও করেন তিনি।
Discussion about this post