ঢাকা: ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত ২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আদেশ প্রদান করেন। সেই আদেশের প্রেক্ষিতে আজ শুক্রবার (৩১ অক্টোবর) সিআইডি ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে। উল্লেখ্য যে, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে সিআইডি উক্ত রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা (সি আর (রমনা) মামলা নং- ২২২/২০২৫ ধারা-১২১/১২১ক/১২৪ক পেনাল কোড) দায়ের করে। তদন্তে উঠে আসে, “জয় বাংলা ব্রিগেড” নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল।দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (CS) দাখিল করে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।গত ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক জনাব আরিফুল ইসলাম, প্রধান আসামিসহ ২৬১ জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতে সিআইডি জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ-এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।মামলাটি এখন বিজ্ঞ আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সিআইডি দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন সরকারের “বিচার” এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 
			 
                                






















































Discussion about this post