স্পোর্টস ডেস্ক: জমজমাট এক ফাইনালে রোববার মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় স্পেনকে পেনাল্টি শুটআউটে হারিয়ে নাটকীয় এক ম্যাচ দর্শকদের উপহার দেন দুই ফুটবল জায়ান্ট দেশ। যদিও ন্যাশনস লিগ ফাইনাল ম্যাচের আনন্দ ম্লান হয়ে যায় এক করুণ ঘটনার কারণে। খেলার শেষ মুহূর্তে দ্বিতীয় সারির গ্যালারি থেকে পড়ে এক দর্শকের মৃত্যু হয়। উয়েফা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। উয়েফার বিবৃতিতে জানানো হয়, ম্যাচ চলাকালীন এক দর্শক গ্যালারির ওপর থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। স্থানীয় সময় রাত ১২টা ৬ মিনিটে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘মিউনিখ অ্যারেনায় একটি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল। মেডিকেল টিমের সর্বোচ্চ চেষ্টার পরও, দুঃখজনকভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ঘটনার প্রতি শোক প্রকাশ করে বলেন, ‘একজন সমর্থকের মৃত্যুর খবর পেয়েছি। আমি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই। এ ঘটনায় আমাদের মনে করিয়ে দেয়, জীবনে আসলেই কী গুরুত্বপূর্ণ।’ পর্তুগালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ নুনো মেন্ডেসও বিজয়ের উল্লাসের মুহূর্তে নিহত দর্শকের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘আজকের জয় আমাদের জন্য বিশেষ হলেও এই মর্মান্তিক ঘটনা সব কিছু ছাপিয়ে গেছে। আমি নিহত ভক্তের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ নাটকীয় এই ম্যাচটি ২-২ গোলে ড্র হলে, টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে স্পেনকে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল। তবে ট্রফির উল্লাসের মাঝেও পুরো স্টেডিয়ামজুড়ে এক বিষাদের ছায়া নেমে আসে সেই মুহূর্তে। এদিকে মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক ফাইনালে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও উয়েফা থেকে এখনও এই বিষয়ে কোনো তদন্তের ঘোষণা দেয়া হয়নি।
Discussion about this post