ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘পরিবারের সদস্যদের সুস্থ রাখতে আমাদেরকে টিকা নিতে হবে। আপনার বাসায় বয়স্ক বাবা-মা আছে যদি তারা আপনার মাধ্যমে আক্রান্ত হয়ে মারা যান, তাহলে এটার কোনো সান্তনা নেই।’ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে পলওয়েল মার্কেটে টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ২৬ ফেব্রুয়ারি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণের শেষ দিন। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। আইজিপির জন্য দোয়া চেয়েছেন কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। এছাড়া অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশে টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এমনকি খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে।’ শফিকুল ইসলাম বলেন, ‘দোকান মালিক সমিতি উদ্যোগ নিয়েছে, কোন কর্মচারী-মালিক যদি টিকা না নেয় তাহলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।’ বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।
Discussion about this post