স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে পরপর দুই টেস্টেই ম্যাচসেরা হয়েছেন বেন স্টোকস। তবে লর্ডস টেস্টে পুরস্কার পেয়ে যতটা আনন্দিত হয়েছিলেন, ম্যানচেস্টারে ঠিক ততটাই হতাশ ছিলেন তিনি। কারণ একটাই—ইংল্যান্ড ম্যাচ জিততে পারেনি। ম্যাচসেরা হয়ে পুরস্কার নিতে গিয়ে স্টোকস স্পষ্টভাবে বলেন, ‘একজন অলরাউন্ডারের কাছে আসল গুরুত্ব পায় খেলার ফল। যদি জিততে পারতাম, তাহলে এই পুরস্কারের গুরুত্ব ছিল। জিততে পারিনি। এর কোনো দাম নেই।’ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ও ব্যাট হাতে শতরান করেও দলের জয় নিশ্চিত করতে পারেননি তিনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩১১ রানে এগিয়ে থাকলেও ভারতের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। দ্বিতীয় ইনিংসে ভারত টানা ১৪৩ ওভার ব্যাট করে, ইংলিশ বোলাররা নিতে পারেন মাত্র চারটি উইকেট। ভারতের এই লড়াইকে সম্মান জানিয়ে স্টোকস বলেন, ‘ওয়াশিংটন ও জাদেজা যেভাবে খেলল, তা অসাধারণ। দু’একবার মনে হয়েছিল জেতার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু ভারতের এই দলকে হারানো কঠিন। তারা সেটা প্রমাণ করেছে।’ তিনি আরও ব্যাখ্যা করেন, কেন পঞ্চম দিনে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে সাফল্য আসেনি। ‘ডানহাতিদের জন্য পিচে অসমান বাউন্স ছিল। কিন্তু বাঁহাতিদের ক্ষেত্রে তা কাজ করেনি। রাফ থেকেও সুবিধা পাইনি। বলও পুরনো হয়ে গিয়েছিল,’ বলেন স্টোকস। এই ম্যাচে ইংল্যান্ডের চার পেসারকেই প্রচণ্ড চাপ নিতে হয়েছে। দুই ইনিংসে তারা মোট ২৫৭ ওভার বল করেছে। বোলারদের ক্লান্তি ও চোটের ঝুঁকি বিবেচনায় শেষ দিকে জো রুট ও হ্যারি ব্রুককে দিয়ে বল করান স্টোকস। তিনি বলেন, ‘বোলারদের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তবেই পরের ম্যাচের দল ঘোষণা করব।’ টেস্টের পঞ্চম দিনে যখন ভারতের লিড ৭৫ রান, তখনও ছয় উইকেট হাতে। সেসময় স্টোকস ড্রয়ের প্রস্তাব দেন। কিন্তু ভারতের জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ম্যাচ শেষে স্টোকসকে এ নিয়ে প্রশ্ন করা হয়নি, তিনিও আর আলোচনা বাড়াতে চাননি।
Discussion about this post