বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মায়ের পরকীয়ার বলি হয়েছেন মো. তাহসিন (১০) নামে এক স্কুলছাত্র। মায়ের প্রেমিকের বাঁশের আঘাতে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন একদিন থাকার পর বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত তাহসিন বগুড়া শহরের গোদারপাড়া পশ্চিমপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ও স্থানীয় ব্রাইট স্টার কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। নিহতের বাবা আব্দুল কুদ্দুস বলেন, তার স্ত্রী তাসলিমা বেগমের সাথে প্রতিবেশী আমিনুরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের কারণে স্থানীয়ভাবে একাধিকবার শালিস করা হয়েছে। এরপরেও তারা সম্পর্ক টিকিয়ে রেখেছিল। যে কারণে গত তিন মাস আগে তিনি তার স্ত্রীকে তালাক দেন। এরপর কুদ্দুস তাদের তিন সন্তানকে নিজের কাছে রেখে দেন। তার স্ত্রী তাসলিমা বাবার বাড়িতে থাকতেন। এর মধ্যে গত মঙ্গলবার সকালে তাসলিমা সন্তানদের দেখতে তার বাসায় আসেন। পরে তার মা কুলসুম বেগম তাসলিমাকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় আমিনুর ও তার স্ত্রী শোভা তাসলিমাকে দেখতে পেয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী মিলে তার মা কুলসুমকে মারধর শুরু করেন। বিষয়টি জানতে পেরে তিনি তার মাকে উদ্ধার করতে গেলে আমিনুরের লোকজন মিলে তাদের মারধর করতে থাকেন। এক পর্যায়ে তার ছেলে তাহসিন ঘটনাস্থলে গেলে আমিন বাঁশের শক্ত ‘খাটিয়া’ দিয়ে তার মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাহসিনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। তাহসিনের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Discussion about this post