খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ২৫ জুন বাঙালির বহুল কাঙ্খিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালনে প্রস্তুতিমূলক সভা-সমাবেশ করেছে। সোমবার বিকাল ৩টার দিকে রূপসা বাসস্ট্যান্ড চত্বরে এই শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব রূপসা ঘাট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে এ সমাবেশের মাধ্যমে শেষ হয়। নৈহাটি ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। এসময় বিশেষ অতিথি ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ,ম,আ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মোতালেব হোসেন। সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়মী লীগ নেতা মো. আরিফুর রহমান মোল্লা, মো. এমদাদুল ইসলাম, মো. আকতার ফারুক, সেলিম মোল্লা, আব্দুল গফুর খান, মো. নাসির হোসেন সজলসহ প্রমুখ।
Discussion about this post