মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতুর ১৫ ও ১৬ নম্বর খুঁটির মাঝমাঝি স্থানে রাত ১০ টার দিকে ঢাকাগামী খালি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন, রাজু খন্দকার (৪৫) ও মো. কাউসার (২৩)। আহত মুক্তা আক্তার (২৫), ফাতেমা খন্দকার (দেড় বছর) ও ওমর ফারুককে (৪৭) গুরুতর অবস্থায় ঢাকা মিডফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেকার নিয়ে মাঝারী আকারের ট্রাকটি উত্তর থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় প্রায় পৌনে এক ঘন্টা ঢাকামুখী এবং উল্টো পথে রেকার যাওয়ার কারণে আধা ঘন্টা পুরো সেতুতে যান চলাচল বন্ধ ছিল। এতে যানজট তৈরি হলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা উত্তর থানার ওসি আলগীর হোসাইন জানান, উদ্ধার করে পাঁচ জনকেই প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই জনকে মৃত ঘোষণা করে ডাক্তার। বাকীদের ঢাকায় পাঠায়। ওসি জানান শরীয়তপুর শহরের জননী অক্সিজেনের খালি গ্যাস সিলিন্ডার গ্যাস আনার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনের সমন্ধি রাজু খন্দকারের ঢাকায় কাজ থাকায় সপরিবারে সাথে যাচ্ছিলেন। ট্রাকের উপরে থাকা রাজু খন্দকার ও কর্মচারী মো. কাউসারের নিহত হন। তবে চালকের সাথে বসা রাজু খন্দকারের স্ত্রী মুক্তা আক্তার ও শিশু কন্যা ফাতেমা খন্দকার বেঁচে গেলেও আহত হন। মৃতদেহ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
Discussion about this post