ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। রবিবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী পরিষদে যোগদানের জন্য তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, নব-গঠিত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাবার ফলে বেক্সিমকো ফার্মার এমডি পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। উল্লেখ, নাজমুল হাসান পাপন ২০০৯ সালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
Discussion about this post