মোস্তাফিজুর রহমান সুজন,পটুয়াখালী প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে ৫৪ তম জেলা দিবস’। পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এ দিবসটি পালিত হয়। পটুয়াখালী জেলা দিবস উপলক্ষ্যে সোমবার ( ১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যাক্তবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৬৯ সালের ১ লা জানুয়ারি মহকুমা থেকে জেলা হিসেবে পটুয়াখালী জেলা ঘোষণা করা হয়।
Discussion about this post