পটুয়াখালী প্রতিনিধি: ১০ ডিসেম্বর মানবধিকার দিবস উপলক্ষে মানবধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মীদের পরিবারের স্বজনদের মানববন্ধন কর্মসূচি পালন করে পটুয়াখালী জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। ১০ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় পটুয়াখালী কোর্ট চত্বরে কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এসময় জেলা বিএনপির নেতরা সরকারের বিভিন্ন সমলোচনা করে বলেন নির্বাচন প্রত্যাহার করে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন সহ ও তাদের নেতা কর্মীদের হয়রানী মুলক মিথ্যা মামলা দিয়ে কারগারা পাঠিয়ে দেশের মানবধিকার লঙ্ঘন করছে। মানববন্ধন শেষে নেতা কর্মীরা একটি মিছিল বের করেন এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আইনজীবি ফোরাম জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
Discussion about this post