মোস্তাফিজুর রহমান সুজন,পটুয়াখালী: পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউপি’র উত্তর লোহালিয়া গ্রামের জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে হেনা পারভীন (৩৫) নামের এক গৃহিনীকে মারধোরের অভিযোগ পাওয়া গেছে। গত ২০.১২.২৩ বুধবার সকাল ১১টার সময় গৃহিনী ভুক্তভোগি হেনা পারভীন তার বশত বাড়ির ঘরের পিছনে প্রতিপক্ষ আবুল ওতার স্ত্রী আলো জোর পূর্বক চুলা বানানোর জন্য খোন্তা দিয়ে মাটি খুরতে গেলে হেনা পারভীন বাঁধা দিলে সেখানে তর্কের সৃষ্টি হয়। হেনা পারভীন বলেন, আসামিগন পরস্পর আত্মীয় একই দলীয় মাস্তান ও সন্ত্রাসী লোক তাহারা স্থানীয় শালীশ ব্যবস্থা কিছুই মানে না। গায়ের জোরে সব কিছুই করিয়া বেড়ায়। তাদের সাথে পূর্ব থেকেই আমাদের জমি জমা নিয়া বিরোধ চলিয়া আসিতেছে আমার স্বামী তাদের বিরুদ্ধে আদালতে একটি দেওয়ানি মামলা করেন মামলা নং ৭৬৩/২৩ বর্তমানে চলমান আছেন। মামলা করার পর থেকেই আবুল ওতার স্বজনরা প্রতিনিয়ত মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময়ে আমার স্বামী ও আমাকে হুমকি দিয়ে থাকে আমরা মামলা তুলে নিতে অস্বিকার করলে আবুল মৃধা আমাদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। আমার স্বামী একজন ছোট চাকুরীজীবি বাউফলে কর্মরত আছেন। তাকে কর্মস্থল যাওয়ার পথে আবুল ওতার ছেলে আতিকের বাহিনী বিভিন্ন ভাবে ভয় ভিতি ও হুমকি দিতে থাকে আমাগো নামে মামলা করছো তোরে কিছু কইনাই এহন মামলা না উঠাইলে তোরে কি করমু হ্যাতো বোঝো তোর বউ তো বাড়তে একলা থাকে সময় মতো টের পাবি। ঘটনার দিন বুধবারে আমার ঘরের পিছনে আমার নিজ পত্বিক সম্পত্তি সেখানে তারা পাকের ঘরের চুলা বানানোর জন্য মাটি কেটে গর্ত বানায় আমি শব্দ পেয়ে ঘর থেকে গিয়ে দেখি আবুল মৃধা ও তার বউ আলো বেগম খোন্তা দিয়া গর্ত করে মাটি তুলছে আমি হাত দিয়ে খোন্তা ধরি এখানে পাকের ঘরের চুলা বানাইলে ধোঁয়ায় ঘরে থাকতে পারবো না এই বলে আমি বাঁধা দেই। সে সময় আবুল মৃধা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার পাশে থাকা একটি লোহার রডের শাবল হাতে নিয়া আমার মাথার উপর বারি দিলে আমি ভয়ে ঘরের দিকে দৌড় দিলে বারিটি আমার পিছনে লেগে ফুলা জখম হয়। এবং আবুলের বউ আলো বেগম আমার গলা ধরে মাটিতে চেপে রাখে ও ছেলে আতিক আমার শরীরে লাতি মারতে থাকে আমার গায়ের জামা ছিরে ফেলে আমি অজ্ঞান হয়ে পরলে আমাকে রেখে তারা সরে যায়। এবিষয়ে সরজমিনে গিয়ে এলকাবাসীদের কাছে খোঁজ নিয়া জানাযায় হেনা পারভীন ওয়ারিশ সূত্রে বাড়ীর জমির মালিক আর আবুল মৃধা ক্রয় সূত্রে বাড়ীর মালিক সে তার সীমানা আইল ঠেলে হেনা পারভীনের জমিতে জোর পূর্বক প্রবেশ করলে তাদের মধ্যে দীর্ঘদিন এ নিয়া ঝামেলা ও মারামারি হয়। এ ব্যাপারে আবুল মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
Discussion about this post