মোস্তাফিজুর রহমান সুজন(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী’র পৌর শহরে তীব্রতাপদাহের মাঝে ক্লান্ত হয়ে পরেছেন শহরে বসবাসকারী মানুষ গুলো ঘর থেকে বের হলেই অসুস্থ হয়ে পরেছেন শিক্ষার্থী সহ নানান পেশাজীবি মানুষ গুলো। প্রচন্ড গরম ও সূর্য্যের তাপে কাজে বের হতে পারছে না বিভিন্ন পেশাজীবি ও শ্রমিকরা অতিরিক্ত গরমের কারনে হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক গুলোতে রোগীরা তীব্রতাপদাহ ও গরমের কারনে আরোও অসুস্থ হয়ে পরছে। রাস্তায় চলাচলরত বিভিন্ন পেশাজীবি মানুষ গুলো গরমের কারনে ক্লান্ত হয়ে পরেছেন। রিকশা চালক ও অটোরিকশা চালিত শ্রমিকরা রাস্তায় কাজের জন্য বের হলেই অসুস্থ হয়ে পরেছেন। ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফি আলম জিহাদ এর উদ্যোগে শহরে ছাত্রলীগ নেতারা পটুয়াখালী জেলার পৌর শহরের খেটে খাওয়া দিনমজুর ও রিকশা এবং অটোরিকশা চালিত ড্রাইভারদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন। বাংলাদেশ ছাত্রলীগের উপ ত্রাণ বিষায়ক সম্পাদক আশরাফি আলম জিহাদ বলেন, তীব্রতাপদাহে বাংলাদেশ ছাত্রলীগ খেটে খাওয়া দিনমজুর ও বিভিন্ন শ্রম পেশাজীবি মানুষের মাঝে খাবার স্যালাইন বিতরণের উদ্দ্যেগে নিয়েছেন। তাই আমিও পটুয়াখালীতে এসে ছোটভাইদের খাবার স্যালাইন ও পানি বিতরণ করতে দেখে আনন্দিত হলাম প্রতিটি মানুষ তাদের নিজ নিজ দ্বায়িত্বে এই তীব্রতাপদাহে অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করা উচিৎ বলে আমি মনে করি।
Discussion about this post