মোস্তাফিজুর রহমান সুজন(পটুয়াখালী): পটুয়াখালীতে দখিনা খেলা ঘরের আয়োজনে চলছে তৃতীয় জেলা সম্মেলন। আজ শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালী শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন ঝাউতলা মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন। সম্মেলনের সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ জাকির আহম্মেদ ও আমিনুল ইসলাম টিটুর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দখিনা খেলা ঘরের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ রুনু আলী মিয়া। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, দখিনা খেলা ঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, মাহামুদুর রহমান শিপন, দখিনা খেলাঘর পটুয়াখালীর নাসরিন মোজাম্মেল এমা, এ্যাড. শৈমেন্দ্র শৈলেন, গাজী মহিউদ্দিন টারজন, রাজেশ্বাম দেবনাথ। সহ পটুয়াখালী জেলার দখিনা খেলাঘর আসরের সকল শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, ও দখিনা খেলা ঘরের নিয়মিত কলাকৌশলী শিল্পী বৃন্দরা। উদ্ভোধনী উনুষ্ঠান শেষে কোমলমতি শিশুরা নিত্য গান ও কবিতা আবৃতি করেন। এবং পরে একটি র্যালি বেরকরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে মিলিত হয়।
Discussion about this post