চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের গুলিতে পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীনসহ তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার আমজুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন- পটিয়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীন (৫৩), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম (৩৮) এবং ইকবাল (৪০)। আহতদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এমদাদ হোসেন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। গুলিবিদ্ধ জমির উদ্দীন স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরোধী পক্ষের একজন। তিনি জানান, ২৩ এপ্রিল গাজী কনভেনশন হলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করেন তারা। সেই মাহফিলে ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদকে দাওয়াত দেওয়ার জন্য গৈরালা এলাকায় যাওয়ার পথে আমজুর হাটে তাদের ওপর গুলি চালানো হয়। ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ ও মোজাম্মেল হক লিটন গুলি চালিয়েছেন বলে অভিযোগ করেন জমির উদ্দীন । এ বিষয়ে মোজাম্মেল হক লিটন বলেন, ‘তারা ঘটনা ঘটাতে এসে নিজেরাই গুলিবিদ্ধ হয়েছে।’ পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
Discussion about this post