বিশেষ প্রতিবেদন:চট্টগ্রামের পটিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান। এর আগে তিনি চন্দনাইশ থানায় কর্মরত ছিলেন।সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে বদলি করে চন্দনাইশ থানায় নিয়োগ দেওয়া হয়েছে। চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দক্ষতা নিশ্চিত করতে এই রদবদল করা হয়েছে।
Discussion about this post