বিশেষ প্রতিবেদন: পঞ্চগড়ে বৃদ্ধের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিহাট বাজারের একটি খড়ির গোডাউন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।স্থানীয়রা বলছেন ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধ হচ্ছেন রফিকুল ইসলাম ওরফে ডুবু (৭০)। তার বাড়ি সদর উপজেলার চাকলাহাট ইউপির কহরুহাট এলাকায়। তবে সে টুনিহাট বাজারের পাশে একটি বাড়িতে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান সকাল সাড়ে নয়টার দিকে আজিজুল ইসলাম বাচ্চা নামে এক ব্যাক্তি ওই খড়ির গোডাউনে খড়ি কাটতে গিয়ে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। মৃত দেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে আসে। পরে তারা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমি ইমতিয়াজ সহ সদর থানা পুলিশের ওসি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। সুরতহাল শেষে পুলিশ বলছেন জবাই করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিয়মিত হত্যা মামলা প্রক্রিয়াধীন। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানায় আসলে এটি একটি হত্যাকাণ্ড। সুরতহালে বোঝা যাচ্ছে মরদেহের গলায় কোন ছোড়া দিয়ে জবাই করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হবে সেই সাথে পঞ্চগড় সদর থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শইমি ইমতিয়াজ জানান খুনের রহস্য উন্মোচন করতে সবদিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। সিআইডি এবং পিবিআইয়ের ক্রাইম এক্সপার্টদের আনা হচ্ছে তদন্ত করতে ।
Discussion about this post