দৌলতখান(ভোলা) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার জন্য ভোলার দৌলতখানে দুই কিলোমিটার ব্যাপী এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় এ শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি উপজেলার দলিল উদ্দিন খায়েরহাট বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। পৃথিবীতে অনেক নেতা আসবে কিন্তু বঙ্গবন্ধুর কন্যার মতো এমন নেতা আর আসবে না। ভোলার অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন ধরে রাখতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি। এখন আপনাদের কাজ সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করা। আমরা ভোলা-২ আসনটি শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে উপহার দিবো। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁনের নেতৃত্বে শোডাউনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান বশির সর্দার, শামীম হোসেন অমি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতারা উপস্থিত ছিলেন।
Discussion about this post