ঢাকা: খুলনার জনসভাকে কেন্দ্র করে বিএনপি সহিংসতার জন্য উসকনি দিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘বিএনপি লাশ নিয়ে রাজনীতি করার জন্য উসকানি দিচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, সহিংসতা করে, উসকানি দিয়ে লাশ ফেললে সরকার দায়ি নয়। আর বিএনপির উসকানির ফাঁদে সরকার পা দেবে না।’ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের আন্দোলনে শক্তি যোগাতে লাশ চায়। কিন্তু, আমরা তাদের উসকানিতে পা দেব না।’ এসময় ‘নৈরাজ্য সৃষ্টির যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে, নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না, সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদে।
Discussion about this post