ডেস্ক রিপোর্ট: নেদারল্যান্ডস আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় এমদাদ হোসেনের সভাপতিত্বে এবং মুরাদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি সেলিম চৌধুরী। নেদারল্যান্ডস আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক এক করে সর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব রহমানের সঙ্গে মতবিনিময় করেন এবং এর মধ্যে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা হয়। প্রথমত আওয়ামী লীগের গঠনতন্ত্র দ্বিতীয়ত একটা সম্মেলন। সভায় সকলেই মজিবুর রহমানের নিকট একটি প্রশ্ন রাখেন গঠনতন্ত্র অনুযায়ী একটা কমিটি কত বছর বৈধ থাকে? নেদারল্যান্ডস আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন, দলকে আরও গতিশীল করে শক্তিশালী কমিটি করার আহ্বান জানান। আওয়ামী লীগের নেতৃবৃন্দ তীব্র ভাষায় প্রতিবাদ করে বলেন, একজন বহিষ্কৃত সভাপতি এবং অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক কি করে সংগঠনের নামে নতুন করে অবৈধভাবে কমিটি গঠন করে। এই আলোচনা সভায় উভয় পক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের সফলতা-ব্যর্থতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সকলের মতামত যত দ্রুত সম্ভব সম্মেলন করতে হবে।
Discussion about this post