আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোকর) নতুন করে এ হামলা করা হয় বলে জানিয়েছে বিবিসি।এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গতকাল গাজায় জোরালো হামলা চালানোর নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়। এর পরপরই এই হামলার ঘটনা ঘটে।বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাবিষয়ক পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় খুব শিগগিরই জোরালো হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।সোমবার ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হস্তান্তর করা একটি কফিনে আরেকজন মৃত জিম্মির দেহ নেই বলে ইসরায়েল জানানোর পর নেতানিয়াহুর কার্যালয় থেকে এমন কথা জানানো হলো।ইসরায়েল বলছে, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে কফিনের দেহাবশেষ এখনো গাজায় থাকা ১৩ জিম্মির কারও নয়।এই পেক্ষাপটে ইসরায়েল হামাসের বিরুদ্ধে গাজায় দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি চুক্তি স্পষ্টতই লঙ্ঘনের অভিযোগ করেছে।এদিকে হামাস এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা গাজায় নতুন করে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার প্রস্ততিতে ‘অতিরঞ্জিত সব বানোয়াট অজুহাত খাড়া করছে’। গাজায় জিম্মিদের মরদেহ খোঁজার চেষ্টাও ইসরায়েল বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ হামাসের।
























































Discussion about this post