বিনোদন ডেস্ক: মিয়া খলিফা, এক নামেই যাকে চেনে সবাই। মাত্র ৩ মাস অভিনয় করেছিলেন নীল ছবিতে। আর তাতেই খ্যাতি ও কুখ্যাতি লুটে নিয়েছেন তিনি। যার রেশ কাটেনি আজও। তবে এখন বিভিন্ন সময় নানা ইস্যুকে পুঁজি করে খবরের শিরোনামে আসছেন মিয়া খলিফা। আর তাকে নিয়ে যেনো কৌতূহলের শেষ নেই তার ভক্তকূলের কাছে। এদিকে, নীল দুনিয়াকে সাত বছর আগে বিদায় জানানো মিয়া খলিফা নতুন করে আবার আলোচনায় এসছেন। তবে কি তিনি বিয়ে করেছেন? উত্তর, না। ফ্যাশন দুনিয়ায়ও বেশ খ্যাতি পাওয়া মিয়া খলিফা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, মোটা ফ্রেমের চশমা পরে আবারও উষ্ণতা ছড়ালেন মিয়া। অন্তর্বাস ছাড়াই ক্যামেরবন্দি হয়েছেন তিনি। ছবিকে আরও দেখা যায়, তার পরনে রাতের পোশাক। নেই অন্তর্বাস। বাদামি রঙের টপের সব ক’টি বোতামই খোলা। স্পষ্ট বক্ষভাঁজ। গলায় নেকলেস কানে দুল, হাতে ব্রেসলেট ও পায়ে জুতো। বিছানায় বসেই ফটোশুট করছেন তিনি। এদিকে এই ছবি শেয়ার করা মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘পুরোনো অবতারে মিয়া!’ কেউ আবার লিখেছেন, ‘শীতকালেও মিয়ার এই সাজ আগুন ধরাচ্ছে।’
Discussion about this post