ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজখবর নিয়েছেন। তিনি নুরের ওপর হামলাকে রাজনীতির জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন।শনিবার (৩০ আগস্ট) তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নুরের সঙ্গে দেখা করেন শিবির সভাপতি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।জাহিদুল ইসলাম বলেন, নুরুল হক নুরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন এবং তাকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।তিনি বলেন, এ হামলাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।শিবির সভাপতি আরও বলেন, এ ধরনের নির্মম হামলা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
Discussion about this post