ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে, তা যাচাই-বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এবং তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। এই কারণেই নিষিদ্ধের দাবি উঠেছে। তবে, এটি আইনগত দিক থেকে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’এদিনের উদ্বোধন অনুষ্ঠান শেষে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।
Discussion about this post