ঢাকা: সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা আইনজীবীরা। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে এই বিক্ষোভ করেন তারা। এসময় তারা ঢাকার জজকোর্ট এলাকায় আইনজীবীদের পদযাত্রায় পুলিশের হামলার বিচারের দাবি জানান। বক্তারা বলেন, আইনজীবীদের উপর হামলা করে সরকার গণতন্ত্র ও আইনের শাসনের উপর হামলা করেছে। দেশে আইনের শাসন নেই উল্লেখ করে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। এসময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন বক্তারা।
Discussion about this post