স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক লিগ টি–টোয়েন্টির (আইএলটি২০) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুজনই নিলামের শুরুর দিকে অবিক্রীত ছিলেন, তবে শেষ মুহূর্তে জায়গা করে নেন দুই ফ্র্যাঞ্চাইজিতে।বুধবার (১ অক্টোবর) অনুষ্ঠিত নিলাম থেকে সাকিবকে ৪০ হাজার মার্কিন ডলারে (প্রায় ৪৮ লাখ টাকা) দলে নিয়েছে এমআই এমিরেটস। অন্যদিকে, তাসকিনের মূল্য নির্ধারিত হয় ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৯৬ লাখ টাকা)। তাকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও সাকিবের আইএলটি২০-তে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগে বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন টাইগার সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। অন্যদিকে তাসকিনের ওপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলার প্রস্তাব এলেও সেভাবে খেলা হয়নি। এই ডানহাতি পেসার গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেন। বিসিবি অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার।এমআই এমিরেটস স্কোয়াডে আছেন সাকিব ছাড়াও জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, আন্দ্রে ফ্লেচার, রোমারিও শেফার্ডের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। দলে যেমন আছেন ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে থাকা খেলোয়াড়রা, তেমনি আছেন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটাররাও। সব মিলিয়ে এক ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।অন্যদিকে তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্সে আছেন টিম সাউদি, আদিল রশিদ, টিম ডেভিড, সিকান্দার রাজা, দিনেশ কার্তিকদের মতো আন্তর্জাতিক তারকারা। বিশেষ করে পেস বোলিং বিভাগে সাউদি ও জেইডেন সিলসের মতো বোলার থাকায় একাদশে জায়গা পেতে তাসকিনকে লড়াই করতে হতে পারে।এমআই এমিরেটস স্কোয়াড: মোহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন-উল-হক, আন্দ্রে ফ্লেচার, নোস্থুশ কেনজিগে, মোহাম্মদ শফিক, জায়ন উল আবেদিন, উসমান খান, আকিম অগাস্ট, আরব গুল, তজিন্দর ঢিল্লন, জাহুর খান, সাকিব আল হাসান, আল্লাহ গজনফর, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো।শারজা ওয়ারিয়র্স স্কোয়াড: জুনায়েদ সিদ্দিক, জেমস রিউ, নাথান সাউটার, ডোয়াইন প্রিটোরিয়াস, জেইডেন সিলস, হরমিত সিং, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আসলাম, রইস আহমদ, রিচার্ড এনগারাভা, ইথান ডিসুজা, তাসকিন আহমেদ, শুভম রঞ্জন, আবদুল সালাম খান, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লস, টম কোলার-ক্যাডমোর, সৌরভ নেত্রাভালকার, সিকান্দার রাজা, টিম ডেভিড, টম অ্যাবেল ও আদিল রশিদ।
Discussion about this post