ঢাকা: দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি বরং বেড়েছে বলে মনে করছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রাজনীতিতে নারীরা ব্যবহৃত হয় উল্লেখ করে তিনি বলেন, এই জায়গা থেকে বেড়িয়ে আসতে হবে।আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।উপদেষ্টা জানান, তিনি দায়িত্ব নেয়ার পর বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। দেশের যেকোনো স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার খবর মন্ত্রণালয়ে পৌঁছানো এবং দ্রুত ব্যবস্থাগ্রহণ চালু করা হয়েছে। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অবকাঠামো যেভাবে ধ্বংস করেছে তা এক বছরে পুনর্গঠন সম্ভব নয়। এমন কিছু প্রত্যাশা করাকে অন্যায় বলেও দাবি করেন তিনি।তার মতে, উপজেলা ও ইউনিয়নে মন্ত্রণালয়ের কোনো কাঠামো নেই। সেসব জায়গায় নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে মন্ত্রণালয়কে বর্ধিত করতে হবে।আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে বলেও জানান শারমীন এস মুরশিদ।
























































Discussion about this post