স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে দানু মিয়া(৪০) নামের এক নির্মণশ্রমিকের মৃত্যু।এই ঘটনায় বাবুল (৪০) ও বিশু (৩০) নামের দুই শ্রমিক আহত রয়েছে। বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর)সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ১ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং বাকি দুজনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের তিনজনকে নিয়ে আসা মোঃ খোকন জানান, নিহত ক্যান্টনমেন্ট শহীদ মোস্তফা কামাল লাইনের ১৪ তলা একটি নির্মাণাধীন ভবনে বাহির সাইটে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ তিনজন চারতলা থেকে নিচে পড়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দানুকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় বাবুল ও বিশু নামে দুইজন জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসক জানিয়েছে তখন দুজনের অবস্থা গুরুতর।নিহত ও আহত মনিকো ডেভেলপার কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা তাড়াইল থানা এলাকার শামসুদ্দিন মিয়ার সন্তান। আহতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় বর্তমানে, ভাষানটেক বেনারসি পল্লী এলাকা থাকতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যান্টনমেন্ট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক আহত হয় পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করে বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছে,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।
Discussion about this post