স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর বসিলায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে আফজাল মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। মৃত আফজালের ছোট ভাই জুয়েল মিয়া জানান, তারা পেশায় রাজমিস্ত্রি। বসিলা স্বপ্ন ধারা এলাকায় একটি নির্মানাধীন ১৫ তলা ভবনে কাজ করছিলেন আফজাল। সেখান থেকে অসাবধানবশত ভবনটির চারতলা নিরাপত্তা বেষ্টনীর উপরে পড়ে যায়। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আফজালের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম জহুর আলী। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
Discussion about this post